টঙ্গীতে পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা
গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত হয়েছেন। টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় আজ বুধবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার (অপরাধ) মোহাম্মদ ইলতুৎমিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিকেরর নাম আবুল কাশেম (৪৫)। তার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানার পাতসী গ্রামে। পরিবার নিয়ে তিনি টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি স্থানীয় নোমান ফেব্রিকস-২ এর সুপারভাইজার পদে কাজ করতেন।
কাশেমের শ্যালক সোলয়ামান জানান, রাত ৮টায় কারখানা ছুটির পর বাসায় যাওয়ার সময় টেকপাড়া হাউজিং সোসাইটির বালুর মাঠে অপরিচিত কয়েকজন কাশেমের পথ আটকায়। তারা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক দেখে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শ্রমিকের শ্যালক সোলায়মান বলেন, ‘কিছুদিন আগে কারখানার এক শ্রমিকের বিরুদ্ধে এজিএমের কাছে বিচার দেন আমার দুলাভাই। ওই ঘটনায় অভিযুক্ত শ্রমিককে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। হয়তো ওই ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।’
নোমান ফেব্রিকস লিমিটেডের (ইউনিট ২) সহকারী ব্যবস্থাপক (এজিএম) জসিম উদ্দিন কাজী বলেন, ‘আবুল কাশেম প্রায় ২০ বছর ধরে আমাদের কারখানায় চাকরি করছেন। আনুমানিক ২০ দিন আগে কারখানার রেইজিং মেশিনের হেলপার সাখাওয়াতের বিরুদ্ধে কাজে গফিলতির অভিযোগ আনেন তিনি। ওই অভিযোগে সাখাওয়াতকে চাকরিচ্যুত করা হয়। কারখানার শ্রমিক-কর্মচারী সবার সঙ্গেই তার সুসম্পর্ক ছিল।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরুন্নাহার জান্নাত বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বুকের ওপর, পেটের নিচের অংশ ও পিঠে গভীর জখমের চিহ্ন রয়েছে।’
জিএমপির কর্মকর্তা ইলতুৎমিশ জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।