তিন সন্তানসহ বিষপানের পর বাবা ও বড় মেয়ের মৃত্যু
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে আজ রোববার ভোরে তিন সন্তানকে বিষপান করানোর পর তাঁদের বাবা আনোয়ার হোসেনও বিষপান করেছেন বলে পুলিশ জানিয়েছে।
বিষপানের পর আনোয়ার হোসেন (৪০) ও তাঁর বড় মেয়ে রাহিনী আক্তারের (৮) মৃত্যু হয়। এরপর মুমূর্ষু অবস্থায় আনোয়ার হোসেনের ছোট মেয়ে মাহিমা (৪) ও ছেলে যাবেরকে (২) হাসপাতালে পাঠায় পুলিশ।
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে গতকাল শনিবার রাতে স্ত্রী আনোয়ারা বেগমের সঙ্গে ঝগড়া হয় আনোয়ার হোসেনের। একপর্যায়ে রাতেই আনোয়ারা বেগম তাঁর বাবার বাড়ি চলে যান।
এরপর আজ রোববার ভোরে তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেন আনোয়ার হোসেন। এ সময় মেয়ে রাহিনী ও আনোয়ারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আনোয়ারের অপর দুই সন্তান মাহিমা ও যাবেরকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠান।
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানুর রহমান জানান, আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষপানের ঘটনার পর সংজ্ঞাহীন অবস্থায় দুই শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে। মূলত পারিবারিক কলহে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।