‘অভিমানে’ তিন সন্তানসহ মায়ের বিষপান
সুনামগঞ্জের জামালগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে তিন সন্তানসহ বিষপান করেছেন এক মা। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে তিন সন্তানকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় থাকা ওই মাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রোববার (২৪ সেপ্টেম্বর) উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
বিষক্রিয়ায় মারা যাওয়ারা হলেন- ওই গ্রামের জাহাঙ্গীর আলম ও যমুনা বেগমের ছেলে তামজীদ হোসেন (১৫), মেয়ে সাকিয়া আক্তার (১৩) ও সাহেদ (৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শান্তিপুর গ্রামের জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী যমুনা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জেরে আজ সকালে অভিমান করে তিন সন্তানসহ বিষপান করেন যমুনা বেগম। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন সন্তানকে মৃত ঘোষণা করেন। মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, ‘দুপুর ১২টার দিকে তিন সন্তানসহ মাকে হাসপাতলে আনা হয়। আনার আগেই তিন সন্তানের মৃত্যু হয়। মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটে পাঠানো হয়েছে।’
সুনামগঞ্জের জামালগঞ্জ থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, ‘স্বামীর সঙ্গে অভিমান করে সন্তানসহ এক মায়ের বিষপানের খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’