ফরিদপুরে ছেলেধরা সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছেলেধরা সন্দেহে ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার (১৬ এপ্রিল) রাতে উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ভাঙ্গার পুখুরিয়ার নাজিরপুর এলাকার খাইরুল মীর নামে এক ব্যক্তির ছেলে রিতাজ মীরকে (৮) অজ্ঞাত এক যুবক নিয়ে যেতে চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন গণধোলাই ও পিটিয়ে মারাত্মক জখম করে ওই যুবককে। পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছেলেধরা সন্দেহ তাকে গণধোলাইয়ের পর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে, তার নাম-পরিচয় এখনও জানতে পারিনি।’
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।