বাবুগঞ্জে গৃহবধূকে গলাকেটে হত্যা
বরিশালের বাবুগঞ্জে মারুফা বেগম (৩০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বিত্তরা। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
এ সময় নিহত মারুফা বেগমের স্বামী দেহেরগতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিলন খানকেও ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়।
মিলন খানের ভাই সবুজ খান জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কয়েকজন অস্ত্রধারী তালা ভেঙ্গে ঘরে ঢুকে। পরে মিলন খানের স্ত্রী মরুফা বেগমকে গলা কেটে হত্যা করে।
স্ত্রীকে বাঁচাতে মিলন খান এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। এতে মিলন গুরুতর আহত হন। পরে হামলাকারীরা পালিয়ে যায়। আহত মিলন খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, ‘নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’