ব্যবসায়ী কামরুল হত্যায় খুনিদের দ্রুত বিচারের দাবি
নড়াইলে ব্যবসায়ী কামরুল শেখ হত্যা মামলা দ্রুতবিচার ট্রাইবুনালে নিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি উঠেছে। এই দাবিতে চাঁচুড়ি বাজার বণিক সমিতির উদ্যোগে আজ শনিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সকলে নড়াইল-কালিয়া সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আমিরুল ইসলাম মনি, চাঁচুড়ি বাজার বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোল্যা ইমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল বারী মিহির, নড়াইল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা রুকু মিয়া শেখ, পুরুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, কালিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুন্সি লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা চাঁচুড়ি বাজারের জুতা ব্যবসায়ী কামরুল শেখ খুনে জড়িতদের গ্রেপ্তারসহ মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে নিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানান।
অধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা গত ৩০ জুন নিজ বাড়িতে কামরুলকে কুপিয়ে হত্যা করে। এ সময় তাঁর দুই ভাইসহ চারজনকে গুরুতর আহত হন। এ ঘটনায় নিহতের ভাই জাকির হোসেন বাদি হয়ে ৩২ জনকে আসামি করে মামলা করেন।
পুলিশ জানায়, এ মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।