মেহেরপুরে ১৫ কেজি রুপাসহ দুই পাচারকারী গ্রেপ্তার
মেহেরপুরে সোনার বারসহ দুই পাচারকারীকে গ্রেপ্তারের একদিন পর ১৫ কেজি রুপাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে করমদ গ্রামের মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাংনী থানা পুলিশ ওই দুই পাচারকারীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া দুজন হচ্ছেন গাংনী উপজেলার চককল্যাণপুর গ্রামের আকাশ আহম্মেদ (২৫) ও একই গ্রামের ধনী রহমান (৩৩)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে করমদি গ্রামে অবস্থান নেয় পুলিশ। সকাল ৭টার দিকে তারা পুলিশের হাতে ধরা পড়ে। এ সময় মোটরসাইকেলে বাধা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর পলিথিন মোড়ানো অবস্থায় ১৫ কেজি রুপা জব্দ করা হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
ভারত থেকে রুপা পাচার করে এ দেশে আনা হয়েছে জানিয়ে ওসি বলেন, ‘এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’