মেহেরপুর সরকারি কলেজের পুকুরে মিলল নারীর মরদেহ
মেহেরপুর সরকারি কলেজের পুকুর থেকে অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পুকুরে ভাসমান নারীর মরদেহ দেখতে পেয়ে কলেজ কর্তৃপক্ষ খবর দেয়। মৃত নারীর নাম মুসলিমা খাতুন। তিনি শহরের স্টেডিয়াম পাড়ার জিয়ারুল ইসলামের স্ত্রী। মৃত নারী বিভিন্ন দোকানে কাজ করে জীবিকা চালাত বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
নিহতের পরিবারের লোকজন জানান, তিন দিন আগে মুসলিমা খাতুন কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এর পরে আর বাড়ি ফেরেনি তিনি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করে পাওয়া যায়নি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জুলফিকার আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কলেজের পুকুর থেকে এক নারীর অর্ধগলিত নারীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’