ময়মনসিংহে যুবলীগকর্মী খুন
ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার গন্ডপা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পারভেজ (৩৫) নামে এক যুবলীগকর্মী মারা গেছেন। আহত পারভেজ আজ শুক্রবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ এই খবর নিশ্চিত করে বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
পুলিশের এই কর্মকর্তা জানান, আজ বিকেলে এলাকায় তার সঙ্গে কতিপয় যুবকের কথা কাটাকাটি হয়। রাত ৮টার দিকে একই স্থানে পারভেজকে পেয়ে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
এদিকে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান বলেন, ‘নিহত পারভেজ সিটির ২১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন। নিহত পারভেজ গন্ডপা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে বলে জানা গেছে।’