রিজভীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে রংপুরে বিএনপির মানববন্ধন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে রংপুর মহানগর ও জেলা বিএনপি।
আজ মঙ্গলবার দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে সামনে মানবন্ধনে মহানগর ও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সরেজমিনে দেখা গেছে, মানববন্ধনটিকে ঘিরে আছে পুলিশ। এ সময় বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, অবৈধ সরকারের পায়ের তলায় মাটি নেই। তাই তারা বিএনপির সবচেয়ে জনপ্রিয় এক নেতার নামে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। এ ছাড়াও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ করা না হলে রংপুর থেকেই সরকার পতনের আন্দোলন গড়ে তোলা হবে।