সুনামগঞ্জে জলমহাল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জলমহালকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে শ্যামাচরণ বর্মণ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। উপজেলার সুনই নদী জলমহাল এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত আটজনকে আটক করেছে পুলিশ।
নিহত শ্যামাচরণ বর্মণ পাইকুরাটী ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুনই নদী জলমহালকে কেন্দ্র করে পাইকুরাটী ইউনিয়নের দুটি মৎস্যজীবী সমিতির মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে শ্যামাচরণ নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এ ছাড়া উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটজনকে আটক করেছে।