দিনাজপুরে নকল প্রসাধনীর কারখানা!
দিনাজপুর শহরের নিউটাউন এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল নকল প্রসাধন সামগ্রী জব্দ করেছে র্যাব। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে র্যাব-১৩ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
এ সময় নকল প্রসাধন সামগ্রী তৈরি করার অপরাধে ওই কারখানার মালিক মোরশেদুল হক চৌধুরীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের আহমেদ তাঁকে এক লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
র্যাব ১৩-এর দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক মেজর ফকরুল ইসলাম খান বীর বলেন, দীর্ঘদিন ধরে কারখানাটিতে নকল প্রসাধন সামগ্রী তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। এমসি কসমেটিকস নামে পরিচালিত ওই প্রতিষ্ঠানটির কোনো অনুমোদন ছিল না। তারা ক্ষতিকারক কেমিকেল ব্যবহার করে ফেয়ার অ্যান্ড লাভলি, ভিট হেয়ার রিমোভাল ক্রিম, হেয়ার এক্সপার্ট, সুইট হেয়ার রিমোভাল ক্রিম ইত্যাদি নকল পণ্য তৈরি করত।
পরে জব্দ করা নকল প্রসাধন সামগ্রী এবং উৎপাদনে ব্যবহৃত মালামাল নষ্ট করে ফেলা হয়।