ফিরে দেখা-২০২৪
বলিউডের আলোচিত ৫ বিয়ে
নতুন বছরের আগমনী বার্তার মধ্য দিয়ে ২০২৪ সালের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। মহাকালে হারিয়ে গেল আরও একটি বছর। ঠিক তেমনি শোবিজ অঙ্গনের বলিউড তারকাদের প্রাপ্তি ও অপ্রাপ্তির মধ্য দিয়ে চলতি বছরের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। শোবিজ অঙ্গনের তারকাদের কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েই ভক্তদের কৌতূহল বেশি। বিশেষ করে তারকাদের প্রেম এবং বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ একটু বেশি পরিলক্ষিত হয়।
২০২৪ সালের নানা উল্লেখযোগ্য ঘটনার মধ্যে রয়েছে বলিউডের আলোচিত বেশ কিছু তারকাদের বিয়ের খবর। যা নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনা কম হয়নি। চুলুন দেখা নেওয়া যাক বিদায়ী বছরের উল্লেখযোগ্য বেশ কিছু তারকাদের বিয়ের খবর।
রাকুলপ্রীত সিং-জ্যাকি ভাগনানির বিয়ে
দীর্ঘদিন প্রেম করার পর অবশেষে গত ২১ ফেব্রুয়ারি গোয়ায় তারকাখচিত অনুষ্ঠানে বলিউড প্রযোজক তথা অভিনেতা জ্যাকি ভাগনানিকে বিয়ে করেন রাকুলপ্রীত সিং। গোয়ায় পাঞ্জাবি রীতি মেনে বিয়ে করেছেন এই তারকা জুটি। সেখানে দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের পাশাপাশি একাধিক বলিউড তারকা অংশ নিয়েছিলেন। এই তালিকায় ছিলেন শিল্পা শেঠি, আয়ুষ্মান খুরানা, অর্জুন খুরানা, ডেভিড ধাওয়ান প্রমুখ।
পুলকিত সম্রাট ও কৃতি খারবন্দার বিয়ে
চার বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে গত ১৫ মার্চ সন্ধ্যায় দিল্লির আইটিসি গ্র্যান্ডে চার হাত এক হয়েছে বলিউড নায়ক পুলকিত সম্রাট আর নায়িকা কৃতি খরবান্দার। জানা গেছে, বিয়েতে বর-কনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। পুলকিতের জীবনে কৃতি আসার আগেও প্রেম এসেছিল।
২০১৪ সালে সালমান খানের ‘রাখি-সিস্টার’ শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন অভিনেতা। শ্বেতার কন্যাদানের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ভাইজান। তবে দাম্পত্য টেকেনি। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের পথে হাটেন পুলকিত-শ্বেতা।
সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল‘র বিয়ে
চলতি বছরের ২৩ জুনে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঘরোয়া আয়োজনে জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। চেনা–পরিচিত ফ্যাশনের ছক ভেঙে দুধসাদা পোশাকে সেজে ওঠেন বলি তারকা।
জানা গেছে, অভিনেতা সালমান খানের পার্টিতে আলাপ হয় দুজনের। সেখান থেকেই শুরু প্রেম। তবে সমালোচনা যাই হোক না কেন, তারা দুজনেই আনন্দের সঙ্গে জীবন উপভোগ করে চলেছেন।
অদিতি রাও হায়দারি-সিদ্ধার্থর বিয়ে
গত ১৬ সেপ্টেম্বর দক্ষিণি রীতি মেনেই বিয়ে করেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। গত ২৭ মার্চ আংটিবদল করেন অভিনেত্রী অদিতি রাও ও সিদ্ধার্থ। যদিও গোটা অনুষ্ঠানেই ছিল গোপনীয়তার মোড়ক। শুধু পরিবার ও আত্মীয়-পরিজনের উপস্থিতিতে ছোট করেই অনুষ্ঠান সারেন তাঁরা। অনুষ্ঠান সম্পন্ন হয় তেলঙ্গানার রঙ্গনায়ক স্বামী মন্দিরে।
দুজনেরই দ্বিতীয় বিয়ে এটি। ২০১২ সালে সত্যদীপ মিশ্রার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অদিতি। অন্যদিকে ২০০৩ সালে অভিনেত্রী মেঘনাকে বিয়ে করেন সিদ্ধার্থ। কিন্তু সে সম্পর্ক বেশি দিন টেকেনি। ২০০৯ সালে ভেঙে যায় সেই বিয়ে। তার পর থেকেই অদিতি রাও হায়দারির সঙ্গে প্রেমের শুরু সিদ্ধার্থর।
নাগা চৈতন্য-সবিতা ধুলিপালার বিয়ে
তেলেগু রীতিনীতি মেনে গত ৪ ডিসেম্বর বিয়ে সারেন দক্ষিণি অভিনেত্রী নাগা চৈতন্য ও অভিনেত্রী সবিতা ধুলিপালা। দুজনের পোশাকে ছিল দক্ষিণি ঐতিহ্যের ছোঁয়াও। গত অগাস্টে তারা বাগদান সারেন।দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ভালোবেসেই বিয়ে করেছিলেন দক্ষিণি তারকা নাগা চৈতন্য। তবে সে সম্পর্ক বেশি দিন টেকেনি।
২০২১ সালে তাদের চার বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে। সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীন অভিনেত্রী সবিতা ধুলিপালার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়ান নাগা। ২০২২ সালে সবিতার সঙ্গে সাক্ষাৎ হয়। সিনেপাড়ায় নাগার সঙ্গে সবিতার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিলই। শেষ পর্যন্ত ওই গুঞ্জনকে সত্যি করে বাগদান সারেন তারা।