বিরামপুরে পুলিশের সার্কেল কার্যালয়ের ভিত্তিপ্রস্তর
দিনাজপুরের বিরামপুর থানা ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে নবগঠিত বিরামপুর পুলিশ সার্কেল কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে বিরামপুর থানা চত্বরে পুলিশ সুপার (এসপি) মো. হামিদুল আলম ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পরে সেখানে ওপেন হাউস ডে’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
এ সময় পুলিশ সুপার মো. হামিদুল আলম মাদকসেবী, ব্যবসায়ী ও উৎপাদনকারীদের উদ্দেশে করে বলেন, অনেক সময় পেরিয়ে গেছে, আর না। এখন এই পথ থেকে সরে না এলে দিনাজপুরের মাটি থেকে বিদায় নিতে হবে। অন্যথায় জেলখানাতেই পচতে হবে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং পরিদর্শক (তদন্ত) শাকিলা পারভীনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মিজানুর রহমান, বিরামপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এ এস এম হাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবির, পৌর মেয়র লিয়াকত আলী সরকার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহসভাপতি মো. আবদুল আজিজ সরকার প্রমুখ।
সভায় প্রতিনিধিরা বিরামপুরে পরিত্যক্ত উপকারাগারটি অচিরেই চালুর দাবি জানান।