দিনাজপুরে বাড়ি পেলেন ১৫ মুক্তিযোদ্ধা
দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শর্শরা ইউনিয়নে ১৫ মুক্তিযোদ্ধার মাঝে বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে।
আজ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মুক্তিযোদ্ধাদের মাঝে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এ সব বাড়ি চাবি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত ঘোষ কাঞ্চন, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান এমদাদ সরকার প্রমুখ।
প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে সাড়ে ৮ লাখ টাকা।