হিলিতে ভারতীয় ওষুধসহ আটক ৩
দিনাজপুরের হিলিতে ভারতীয় ৫৯ ধরনের বিপুল পরিমাণ ওষুধসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁরা বৈধ কাগজপত্র নিয়ে ভারত থেকে এলেও অবৈধভাবে ওষুধ বহন করায় তাঁদের নামে হাকিমপুর থানায় মামলা করা হয়েছে।
আজ সোমবার সকালে হিলি সিপি বিজিবি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন ঢাকার ধামরাই উপজেলার আমরাইল গ্রামের দেলোয়ার হোসেন (৪২), মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর গ্রামের কাওছার শেখ (৩৫) ও মানিকগঞ্জ সদর উপজেলার খোনা গ্রামের শংকর দাস (৩০)।
সংবাদ সম্মেলনে জয়পুরহাটে অবস্থিত ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ইমতিয়াজ চৌধুরী বলেন, গতকাল রোববার ওই তিনজন হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের কাছে বৈধ পাসপোর্ট ছিল। কিন্তু তারা কয়েকটি ব্যাগে ৫৯ ধরনের ভারতীয় ওষুধ নিয়ে একটি বাসে ঢাকায় যাচ্ছিল। ওষুধ বহনের বিষয়টি জানতে পেরে হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল মান্নান মোল্লার নেতৃত্বে বিজিবি সদস্যরা হিলির রাজধানী মোড়ে ওই বাস থেকে তাঁদের আটক করেন।
ইমতিয়াজ চৌধুরী আরো বলেন, উদ্ধার করা ওষুধের মূল্য প্রায় ৪০ লাখ টাকা। তারা নিয়মিত ভারত থেকে অবৈধভাবে ওষুধসহ বিভিন্ন মালামাল পাচার করে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর বলেন, বিজিবি বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। মামলায় ওই তিনজনকে আটক দেখিয়ে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।