দিনাজপুর সদরের সব ফার্মেসি বন্ধ
ওষুধ ব্যবসায়ীদের চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে দিনাজপুর সদরের সব ফার্মেসি বন্ধ ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির দিনাজপুর শাখার নির্দেশে সদরের ওষুধ দোকানগুলো বন্ধ রাখা হয়।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুটি ফার্মেসিকে দুই লাখ টাকা জরিমানা করেন। এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফার্মেসি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন।
চার দফা দাবির মধ্যে রয়েছে জরিমানাকৃত টাকা ন্যূনতম বহাল রেখে অবশিষ্ট টাকা ফেরত, ওষুধ তত্ত্বাবধায়ককে অপসারণ, সুনির্দিষ্ট ওষুধ রাখার তালিকা প্রদান।