ঘোড়াঘাটে ‘শ্বাসরোধে নারী হত্যা’
দিনাজপুরের ঘোড়াঘাটে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ওই নারীর নাম শেফালী (৩৪)। তাঁর বাড়ি উপজেলার রঘুনাথপুর গ্রামে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাফিল হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই নারীর বাড়ির পাশে কলাবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর বাম চোখে কালচে দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।