শিক্ষা ও গণতন্ত্র সমানভাবে বিকশিত হচ্ছে : খালিদ
দেশে শিক্ষা ও গণতন্ত্র দ্রুতগতিতে সমান বিকাশ লাভ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার বিকেলে দিনাজপুরের বিরল উপজেলার মোহনা মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী এ মন্তব্য করেন।
এ সময় খালিদ বলেন, দেশে শিক্ষা ও স্বাক্ষরতার হার যেমন বাড়ছে, তেমনি গণতন্ত্রও কেন্দ্র থেকে প্রান্তিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করছে। জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করছেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ বলেন, সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দেশের প্রতিটি উপজেলায় কলেজ ও উচ্চ বিদ্যালয় সরকারীকরণ করছে। বিনামূল্যে বই বিতরণ করছে। সমগ্র শিক্ষা ব্যবস্থাই সরকারীকরণ হচ্ছে।
এই আওয়ামী লীগ নেতা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা খাতের এ সফলতা অব্যাহত থাকলে দেশ শিগগিরই উন্নত দেশে পরিণত হবে। আর উন্নত দেশ গড়তে হলে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলাসহ বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রওশন কবীর, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু।