২৪ দিন পর সেই নেতারা জামিনে মুক্ত
দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণের আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হওয়া সাত নেতা জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার দুপুরে ২৪ দিন পর দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্তি পেলে তাঁদের ফুল দিয়ে বরণ করে নেয় এলাকাবাসী।
জামিনে মুক্তি পাওয়া নেতারা হলেন খানসামা উপজেলার গোবিন্দপুর বানগাঁও গ্রামের মো. আলতাফ হোসেন, জাহাঙ্গীরপুর গ্রামের মো. জয়নাল, রফিকুল ইসলাম ও সোলজার, গোবিন্দপুর গ্রামের রাকেশ কুমার গুহ, আবদুল লতিফ রানা ও আতাউর রহমান।
খানসামা ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে আন্দোলন করায় খানসামা থানায় দুটি মামলায় ৭৮ জনের নাম উল্লেখসহ ছয় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। ওই মামলায় গত ৮ জানুয়ারি মধ্যরাতে বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
ওই মামলায় গতকাল মঙ্গলবার দিনাজপুর জেষ্ঠ জেলা দায়রা জজ হোসেন শহীদ আহাম্মেদের আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। মামলায় আদালতে আসামিপক্ষের শুনানি করেন অ্যাডভোকেট আবদুল লতিফ, অ্যাডভোকেট হামিদুল ইসলাম ও অ্যাডভোকেট সাইফুল ইসলামসহ ১২ আইনজীবী। পরে আজ তাঁরা জেলখানা থেকে মুক্তি পান।
খানসামা সদরের বাসিন্দা মমিনুল ইসলাম বলেন, মুক্তি পাওয়া নেতারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। শুধু খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণের আন্দোলন করার কারণেই পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছিল।