নদীতে পাশাপাশি ছিল নারী ও শিশুর লাশ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার টাংগন নদী থেকে অজ্ঞাত নারী ও মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বোচাগঞ্জ থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, আজ বৃহস্পতিবার বেলা আনুমানিক ১১টার দিকে রনগাঁও ইউনিয়নের সাদামহল এলাকার টাংগন নদী থেকে এক নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়। নারীর বয়স আনুমানিক ২৫ বছর আর শিশুটি বছর দেড়েকের।
পুলিশ ধারণা করছে, কেউ হয়তো মা ও শিশুকে হত্যার পর লাশ নদীতে ফেলে দিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।