১৮ মাস পর দেশে ফিরল ভারতে পাচার ২ কিশোর
দীর্ঘ ১৮ মাস আটক থাকার পর বাংলাদেশি দুই কিশোরকে ফেরত দিয়েছে ভারত।
গতকাল বুধবার সকাল ১১টায় দিনাজপুরের হিলি অভিবাসন চেকপোস্ট পুলিশের কাছে ওই দুই কিশোরকে হস্তান্তর করে ভারত। পরে তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়।
ফেরত আসা ওই দুই কিশোর হলো, কুমিল্লার বুড়িচং উপজেলার ফরিজপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে আলামিন (১৭) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর কানাপাড়া গ্রামের পিয়ারুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম মমিন (১৬)।
দিনাজপুরের হিলি অভিবাসন পোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন জানান, রাজশাহী ও হিলি সীমান্ত এলাকা দিয়ে ওই দুই কিশোরকে ভারতে পাচার করে দালালরা। সেসময় বৈধ কাগজপত্র না থাকায় ভারতের আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে।
ওসি আরো জানান, আটকের সময় দুই কিশোরের বয়স ১৮ বছরের কম ছিল। এ কারণে তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে মামলা না করে ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শুভায়ন অবজারভেশন হোমে আটক রাখা হয়। এরপর তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য দুই দেশের মধ্যে প্রক্রিয়া শুরু হয়।
বাংলাদেশে ফেরত আসা আলামিন জানায়, বাড়ি থেকে রাগ করে বেরিয়ে পড়ে সে। পথে পরিচয় হয় এক দালালের সঙ্গে। লোভ দেখিয়ে আলামিনকে হিলি সীমান্ত দিয়ে ভারত হয়ে নেপালে নিয়ে যায় ওই দালাল। সেখান থেকে বাড়ি ফেরার পথে ভারতের পুলিশ আটক করে তাকে। এই ভুল আর কখনো করবে না বলে জানায় আলামিন।
ফেরত আসা মমিনও একই চক্রের কবলে পড়ে রাজশাহী সীমান্ত দিয়ে কলকাতায় যাওয়ার পথে আটক হয়।