হাকিমপুরে জঙ্গলে গৃহবধূকে ধর্ষণ শেষে হত্যা!
দিনাজপুরের হাকিমপুর উপজেলার নয়ানগর গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে ওই নারীর বাড়ির পাশে একটি জঙ্গলে এঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, বেলা ১১টার দিকে নয়ানগর গ্রামের বুলবুলি বেগম (৪০) বাড়ির পাশের জঙ্গলে পাতা কুড়াতে যান। এ সময় বিলেরপাড় গ্রামের আশরাফুল ইসলামসহ তিন-চারজন তাঁকে মুখে কাপড় বেঁধে ধর্ষণ করে। অচেতন হয়ে পড়লে তাঁকে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কিছুক্ষণ পর ওই জঙ্গলের পাশ দিয়ে গ্রামের লোকজন যাওয়ার পথে বুলবুলিকে দেখতে পেয়ে উদ্ধার করে। উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যান বুলবুলি।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে আশরাফুলকে আটক করা হয়েছে।