মিথ্যা মামলা থেকে মানুষকে বাঁচাতে চাই : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, তিনি মিথ্যা মামলা থেকে মানুষকে বাঁচাতে চান। কেউ যাতে গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে জেলা কমিউনিটি পুলিশিংয়ের মহাসমাবেশে আইজিপি এসব কথা বলেন। মীরসরাই উপজেলার জোরালগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ।
আইজিপি বলেন, জঙ্গি ও সন্ত্রাসীরা দেশ ও ধর্মের শত্রু। তারা নিরীহ লোকদের হত্যা করে দেশে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।
ধর্মের নামে রাজনীতি করে জামায়াত-শিবির মানুষের সঙ্গে প্রতারণা করছে জানিয়ে আইজিপি শহীদুল হক বলেন, ‘গুজব ছড়িয়ে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো ধরনের গুজব শুনলে আপনারা পুলিশকে জানাবেন। কোথা থেকে গুজব সৃষ্টি হলো সেদিকে আপনারা খেয়াল রাখবেন। চিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়েই চিলের পেছনে ঘোরার দরকার নেই।’
আর যেকোনো সমস্যা কমিউনিটি পুলিশের মাধ্যমে নিষ্পত্তি করে মিথ্যা মামলা থেকে মানুষকে রক্ষার আহ্বান জানান আইজিপি।
শহীদুল হক বলেন, মিথ্যা মামলা থেকে মানুষকে বাঁচাতে চাই। জনগণের সঙ্গে পুলিশের সরাসরি সেতুবন্ধ তৈরি করতে কমিউনিটি পুলিশিং ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে।
কমিউনিটি পুলিশিংয়ে সমাজের নিরপেক্ষ ব্যক্তিরা থাকবেন জানিয়ে আইজিপি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের তথ্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ হতে হবে। যেকোনো ছোট অপরাধ বা ছোট ছোট সমস্যার জন্য থানায় মামলা না করে কমিউনিটি পুলিশ সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করে দেবে। পুলিশের সঙ্গে সাধারণ লোকজনের সম্পর্ক থাকলে থানায় দালালের উৎপাত যেমন কমে আসবে, তেমনি মিথ্যা মামলা ও হয়রানি কমে আসবে। ফলে দালালমুক্ত হবে থানাগুলো।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম মিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।
সমাবেশে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, জেলা প্রশাসক সামসুল আরেফিন, পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার বক্তব্য দেন। এর আগে বেলুন উড়িয়ে মহাসমাবেশের উদ্বোধন করেন অতিথিরা।