বাস উল্টে গাছে ধাক্কা, স্কুলশিক্ষকসহ দুজন নিহত
দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক স্কুলশিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।
আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত পাঁচজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর-দশমাইল মহাসড়কে আজ সকালে নশিপুর এলাকায় বাসটি উল্টে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদোয়ানুল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।