১৭ মাস কারাবাস শেষে দেশে ফিরল ৫ কিশোর
কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক হয়েছিল ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার পাঁচ কিশোর। দীর্ঘ ১৭ মাস কারাবাসের পর আজ শনিবার ওই পাঁচজনকে হিলি চেকপোস্ট অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা ওই পাঁচ বন্ধু ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জাদুরানী তালুকদারপাড়ার বাসিন্দা।
হিলি চেকপোস্ট অভিবাসন পুলিশের দায়িত্বরত কর্মকর্তা মো. আফতাব হোসেন জানান, ভারতের উত্তর দিনাজপুরের চাইল্ড কেয়ার অ্যান্ড প্রটেকশনে (সিএনসিপি) আটক ছিল ওই পাঁচজন। পরে দুই দেশের সহযোগিতায় ওরা ফিরে আসে। প্রায় দেড় বছর আগে তারা একসঙ্গে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে কাজের সন্ধানে ভারতে ঢুকে পড়ে। তখন ওদের কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকায় ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবশেষে আজ ওদের মুক্তি দেয় ভারতীয় কর্তৃপক্ষ।
ফিরে আসা দুজন জানান, গ্রামের একটি স্কুলে নবম শ্রেণিতে থাকার সময় তারা পাঁচ বন্ধু ভারতের পাঞ্জাবে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ১৭ মাস আগে হরিপুরের কাদিরগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে গেলে বিএসএফ তাদের আটক করে।