দেড় বছর পর দেশে ফিরল ৬ শিশু
দীর্ঘ দেড় বছর ভারতে আটক ছিল বাংলাদেশের ৬ শিশু। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ‘শুভায়ণ অবজারভেশন হোমে’ থাকা এসব শিশু দেশে ফিরেছে। শিশুদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে।
আজ রোববার দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে শিশুদের ফেরত দেয় ভারতের হিলি চেকপোস্ট অভিবাসন পুলিশ। এর আগে শেষ হয় সব ধরনের আইনি প্রক্রিয়া।
শিশুদের তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও শুভায়ণ অবজারভেশন হোমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেরত আসা শিশুরা হচ্ছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রথোনা গ্রামের রাজু ইসলাম, একই উপজেলার কুঠিচন্দ্রঘোনা গ্রামের জাহিদ হাসান, চন্দ্রঘানা গ্রামের দুলাল আলী, একই জেলার নাগেশ্বরী উপজেলার খামার হাসনাবাদ গ্রামের মুসা আলী ও বিন্নাবাড়ী গ্রামের তসলিম আলী এবং বান্দরবানের আলী কদম উপজেলার দক্ষিণ নয়াপাড়া গ্রামের নুরুল ইসলাম।
হিলি চেকপোস্ট অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব হোসেন জানান, শুভায়ণ অবজারভেশন হোমের হেফাজতে তারা গত দেড় বছর ধরে আটক ছিল। দুই দেশের সহযোগিতায় আজ তারা দেশে ফিরে এসেছে। দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে কাজের সন্ধানে তারা অবৈধভাবে ভারতে যায়। তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকায় বিএসএফ ও পুলিশের হাতে আটক হয়।