মে দিবসে বন্ধ হিলি বন্দরের কাজ
আজ মহান মে দিবস। আন্তর্জাতিক শ্রমিক দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশও দিবসটি পালন করছে। আর এ কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বন্ধ আছে পণ্য আমদানি-রপ্তানির কাজ।
আজ সোমবার সকাল থেকেই দুই দেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করেনি। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
বাংলা-হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হচ্ছে। এ কারণে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেয় ব্যবসায়ীরা। ফলে সকাল থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ আছে।