বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের গোপালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম শাহিন (৩০)। তিনি উপজেলার সুজারপুরে বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস জানান, পীরগঞ্জগামী একটি বাস গোপালপুরে কদমতলা ব্রিজের কাছে থাকা নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনের যাত্রী শাহিন রাস্তায় পড়ে যান। পরে বাসের পেছনের চাকা শাহিনের মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে বাসটি আটক করা যায়নি।