ইমামের ওপর হামলার ঘটনায় মামলা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আহমদিয়া মসজিদের ইমাম কাম-মুয়াজ্জিনের ওপর হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাদী হয়ে মামলা করেছেন ইমাম হাজারী আহমেদ মুনিম।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান ও বাদী মামলার বিষয়টি জানিয়েছেন।
হামলার পর ঘটনাস্থল থেকে আবদুল আহাদ মোহাম্মদ উল্লাহ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাকে পুলিশ পাহারায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলায় গুরুতর আহত আহমদিয়া মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমানকে সোমবার দিবাগত রাত সোয়া ২টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। মামলার বাদী এর আগে ত্রিশালের ধানীখোলা আহমদিয়া মসজিদে ইমামতি করতেন। আজই তাঁকে ঈশ্বরগঞ্জের ওই মসজিদে পোস্টিং দেওয়া হয় বলে জানা গেছে।