আরেকটা পদ্মা ও যমুনা সেতু করবে বিএনপি
ক্ষমতায় এলে দ্বিতীয় যমুনা সেতু ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করবে বিএনপি। একই সঙ্গে ব্রহ্মপুত্র সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বুধবার ‘রূপকল্প ২০৩০’ ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে রূপকল্পের ঘোষণা দেন তিনি।
বিএনপি ক্ষমতায় এলে যোগাযোগব্যবস্থার কী পরিবর্তন আনা হবে তার একটি ধারণা দেন খালেদা জিয়া।
খালেদা জিয়া বলেন, ‘সড়ক যোগাযোগ উন্নয়নকল্পে দ্বিতীয় যমুনা সেতু, পাটুরিয়া-দৌলতদিয়া প্রান্তে দ্বিতীয় পদ্মা সেতু ও ব্রহ্মপুত্র সেতু নির্মাণ করা হবে। বুড়িগঙ্গা, মেঘনা, গোমতী ও কর্ণফুলী নদীর ওপর আরো সেতু নির্মাণ করা হবে।
দেশে একাধিক টানেল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘কর্ণফুলী, বুড়িগঙ্গা, গোমতী, পদ্মা, যমুনা ও মেঘনা নদীতে আন্ডারগ্রাউন্ড-টানেল নির্মাণ করা হবে।
এ ছাড়া খালেদা জিয়া বলেন, ‘ঢাকা-লাকসাম কর্ডলাইন, চট্টগ্রাম –কক্সবাজার ও ঢাকা-বরিশাল রেললাইন নির্মাণ এবং ঢাকা ও ব্ভিাগীয় শহরগুলোর মধ্যে দ্রুতগামী ট্রেন চালুর মাধ্যমে সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে।’ তিনি আরো বলেন, ঢাকা-চট্টগ্রামসহ মহানগরীগুলোর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার পুনর্বিন্যাস ও দ্রুত গণপরিবহন ব্যবস্থা চালুসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়া ঢাকার সঙ্গে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের দ্রুত যোগাযোগের জন্য ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছেন খালেদা জিয়া। সারা দেশে বিভিন্ন মহাসড়ক পর্যায়ক্রমে চারলেনে উন্নীত করার কথাও জানিয়েছেন তিনি।
এ ছাড়া দেশের অভ্যন্তরীণ জলপথ পুনরুদ্ধার ও বঙ্গোপসাগরে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করার কথা উল্লেখ করেন খালেদা জিয়া।