রেলওয়ের নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার
দিনাজপুরে বাবুল (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বাবুল রেলওয়ে বিভাগের একজন নিরাপত্তাকর্মী।
আজ শুক্রবার সকালে সদর উপজেলার মাতাসাগর এলাকা থেকে বাবুলের লাশ উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুল রহিম জানান, আজ সকালে ওই ব্যক্তির মৃতদেহ দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ওসি রেদওয়ানুল জানান, নিহত বাবুল রেলওয়ে কলোনিতে থাকতেন। বাবুলের পরিবার তাঁর লাশ শনাক্ত করে।