দিনাজপুরে বাসের ধাক্কায় নিহত ২
দিনাজপুরের কাহারোল উপজেলায় বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। আজ সোমবার সকালে উপজেলার রামপুর মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত হন ভ্যানের চালক মাজু (৩৫) ও অটোরিকশার আরোহী জয়নাব বেগম (৪৮)।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী বলেন, দিনাজপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড় মেইল শাহী এন্টারপ্রাইজ আজ সকাল ১০টায় রামপুর মোড়ে এলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও ভ্যানের যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত পাঁচজনকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি দল তাঁদের হাসপাতালে নেয়।