২০৪১ সালের পর দেশে গরিব থাকবে না : হুইপ
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ২০৪১ সালের মধ্যে দেশ দারিদ্র্যমুক্ত হবে।
আজ শনিবার দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নে ৭৫০টি বাড়িতে বিদ্যুৎসংযোগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ এই মন্তব্য করেন।
বাড়িগুলোতে বিদ্যুৎসংযোগে ব্যয় হয় এক কোটি ২০ লাখ টাকা। নতুন এসব সংযোগের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামাল। বক্তব্য দেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর জোনাল চেয়ারম্যান কাজী মোহাম্মদ আলী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুর রাজ্জাক, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইমদাদ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে হুইপ ইকবালুর রহিম বলেন, বিএনপি-জামায়াতের আমলে মানুষ না খেয়ে মরেছে। সার- কীটনাশক আনতে গিয়ে কৃষক গুলি খেয়েছে। অভাব বাংলার মানুষকে জাপটে ধরেছিল। বিদ্যুতের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের প্রত্যেকটি মানুষ স্বাবলম্বী হবে, কেউ গরিব থাকবে না।
‘রূপকল্প ২০৪১’কে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছেন বলে মন্তব্য করেন হুইপ বলেন, সর্বক্ষেত্রে উন্নয়ন যখন আলো ছড়াচ্ছে, ঠিক সেই মুহূর্তে ইসলামকে পুঁজি করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কিছু ‘দালাল’ মিথ্যাচার করে উন্নয়নকে বিঘ্নিত করার চেষ্টা করছে।
আওয়ামী লীগের শাসনামলে কওমিসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে হুইপ বলেন, ২০১৯ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ধর্মনিরপেক্ষতার আদলে সব বিশ্বাসের মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো এক ধাপ এগিয়ে যাবেন। বাংলাদেশকে সোনার দেশে পরিণত করা হবে।