শ্রমিক নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে বন্ধ বাস চলাচল
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক উদয় চক্রবর্তীকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
আজ মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিক ইউনিয়ন।
শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়,গতকাল সোমবার ৫৭টি ইয়াবা ট্যাবলেটসহ উদয় চক্রবর্তীকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩। আটকের পর মামলা দিয়ে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর প্রতিবাদে আজ সকাল থেকে দিনাজপুরে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রাব্বি জালাল বলেন, ‘উদয়কে মুক্তি না দেওয়া পর্যন্ত সব রুটে বাস বন্ধ থাকবে। রাতে আমাদের মিটিং হবে। এরপর বিস্তারিত জানানো হবে।’