যৌন হয়রানির অভিযোগ, বিসিবির কোচের শাস্তি দাবিতে মানববন্ধন
দিনাজপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রমিলা ক্রিকেটারকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে
আজ বুধবার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা খেলাঘর আসরের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দিনাজপুরে বিসিবির কোচ ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আবদুস সামাদ মিঠুর বিরুদ্ধে ভুক্তভোগী প্রমিলা ক্রিকেটারের বাবা গত ১৪ জুন দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন।
মিঠুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দিনাজপুরের সব খেলোয়াড়, বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।