পাবনা জেলা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাবনা জেলা পরিষদের উদ্যোগে আজ সোমবার জেলা পরিষদ প্রাঙ্গণে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন পাবনার কাচারী মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. বাকের হোসাইন।
পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম বেঞ্জামিন রিয়াজী আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।
পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, সাবেক সংসদ সদস্য ওয়াজিউদ্দিন খান, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশাররফ হোসেন, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুন্সী মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মো. আজমল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. ফারুক হোসেন, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব উল আলম মুকুল, পাবনা ডায়বেটিক সমিতির সভাপতি বেবী ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাজাহান মণ্ডল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল্লাহ বিশ্বাস হেলাল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউর রহিম লাল, আওয়ামী লীগ নেতা পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম আনোয়ারুল হক, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি চ্যানেল আই ও যুগান্তর প্রতিনিধি আখতারুজ্জামান আখতার, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক রামদুলাল ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।