দিনাজপুরে বাস খাদে পড়ে নিহত ১
দিনাজপুর সদর উপজেলার নশিপুরে বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম প্রমদ চন্দ্র রায় (৩৫)। তবে আহতদের নাম নাম-পরিচয় জানা যায়নি। তাদের দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুল রহিম জানান, নশিপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে এইচএ এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রমদ চন্দ্র রায় নিহত হন। এ সময় আহত হন বাসের অন্তত ২০ যাত্রী। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।