সাঁথিয়ায় ভেজাল দুধ তৈরির জন্য আবারও জরিমানা
পাবনার সাঁথিয়া উপজেলার আমাইকোলা গ্রামে ভেজাল দুধ তৈরির দায়ে আজ মঙ্গলবার দুপুরে দুজনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিক তায়জুল (২১) ও কর্মচারী হৃদয় (২০) প্রত্যেককে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
কারখানা থেকে ভেজাল দুধ তৈরির সরঞ্জামাদি ধ্বংস করা হয়। অভিযানে অংশ নেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জামাল উদ্দিন ও থানা পুলিশ।
গত সপ্তাহে একই এলাকা থেকে ভেজাল দুধ তৈরির জন্য দুই ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা ও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন একই আদালত।