পাবনায় অস্ত্রমাদকসহ দুজনকে গ্রেপ্তারের দাবি
পাবনায় দেশি অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ রনি হোসেন ও রিনি খাতুন নামের দুজনকে গ্রেপ্তার করার দাবি করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, শহরের শালগাড়িয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ববি হোসেনের বাড়িতে মঙ্গলবার রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানে মাদক ব্যবসায়ী ববি পালিয়ে গেলেও তাঁর স্ত্রী রিনি খাতুন ও ছোট ভাই রনি হোসেনকে আটক করা হয়।
এ সময় সেখান থেকে ১৫টি গুলি, দুটি কার্তুজ, পাঁচটি দেশি ধারালো অস্ত্র,১৫৫টি ইয়াবা বড়ি,ছয়টি মুঠোফোনের সেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ওসি জানান, এ ঘটনায় সদর থানায় মামলা করে আটক ব্যক্তিদের আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।