পাবনা জেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাবনা জেলা বিএনপির উদ্যোগে আজ বুধবার শহরের দোয়েল কমিউনিটি সেন্টারে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য খন্দকার হাবিবুর রহমান তোতা,আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহিন,দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জেলা ও সব উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় বক্তব্য দেন দলের নেতা হাবিবুর রহমান তোতা, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সামাদ খান মন্টু,অ্যাডভোকেট মাসুদ খন্দকার,শেখ তুহিন,সাবেক আহ্বায়ক মির্জা আজিজুর রহমান, জেলা যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ মাসুম বগা, সেলিম আহমেদ, আবু বকর সিদ্দিক মুকু,মনোয়ার শামীম, মোসাব্বির হোসেন সঞ্জু,দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, প্রচার সম্পাদক ফরহাদ জোয়ার্দার,ত্রাণবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম লালু,আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হক শাহিন,ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ সোলায়মান হোসেন,সহসাংগঠনিক সম্পাদক মনির হোসেন মুরাদ, সহপ্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মৎস্যজীবী দলের সভাপতি আজম প্রামানিক, সাধারণ সম্পাদক আসাদুর রহমান, কৃষক দলের সভাপতি মোসাদ্দেক হোসেন মান্নাফ,পাবনা জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আহম্মেদ মোস্তফা নোমান,তাঁতী দলের সভাপতি শাজাহান আশরাফী, সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন সাগর,জাসাস সভাপতি আলতাফ হোসেন,সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বাবলু,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সরকার, জিয়া পরিষদের সভাপতি ড. জাকির হোসেন, সাধারণ সম্পাদক আহসান জান চৌধুরী,মহিলা দলের সভানেত্রী মাহফুজা করিম বেনু, সাধারণ সম্পাদক শামীম আরা মুন্নি প্রমুখ।
এ ছাড়া পাবনা জেলার নয়টি উপজেলার বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক,পাবনার বিভিন্ন পেশাজীবী,সাংবাদিক আইনজীবী নেতারা এই ইফতারে যোগ দেন।