গরিবের চাল ব্যবসায়ীর গুদামে
পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ভিজিএফের ১৪ বস্তা চাল এক ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার করেছে প্রশাসন। ওই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এ ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে সাঁথিয়া থানায় মামলা করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মহিদুল ফারুক।
মহিদুল ফারুক জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার হতদরিদ্রদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য করমজা ইউনিয়নে ২৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। করমজা ইউপির চেয়ারম্যান শামসুর রহমান গত ৩০ জুন এ চাল উত্তোলন করেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রকৃত দরিদ্রদের মধ্যে ওই চাল বিতরণ না করে ভুয়া তালিকা করে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবের যোগসাজশে ওই চাল কালোবাজারে বিক্রি করে দিয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম অভিযান চালিয়ে উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া বাজারের চাল ব্যবসায়ী সেলিমের গুদামঘরের তালা ভেঙে ভিজিএফের ১৪ বস্তা চাল উদ্ধার করেন। এ সময় তাঁরা চাল ব্যবসায়ী সেলিমকে আটক করেন এবং জনরোষের কবল থেকে নিরাপত্তার প্রয়োজনে করমজা ইউপির চেয়ারম্যান শামসুর রহমানকে পুলিশ হেফাজতে আনা হয়।
এ বিষয়ে ইউএনও শফিকুল ইসলাম বলেন, ‘সঠিক তদন্তের মাধ্যমে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।’