পাবনায় ৩০ জন দরিদ্র শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
পাবনায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওসাকা’র উদ্যোগে ৩০ জন গরিব মেধাবী শিক্ষার্থীকে মোট নয় লাখ টাকার বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পাবনা জেলা পরিষদের রশিদ হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব বৃত্তির টাকার চেক হস্তান্তর করা হয়।
ওসাকার নির্বাহী পরিচালক মজিদ মাহমুদ বলেন, ‘পাবনা জেলার গরিব মেধাবী শিক্ষার্থীদের পল্লী কর্মসংস্থান সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় প্রত্যেক শিক্ষার্থীকে ৩৬ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে। এই বৃত্তির টাকা দিয়ে তাদের দুই বছরের পড়াশোনার সব খরচ মেটানো সম্ভব।’
ওসাকার নির্বাহী সদস্য আখতারুজ্জামান আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন, দৈনিক জোড় বাংলা সম্পাদক ও বিটিভি প্রতিনিধি আবদুল মতীন খান ও পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান।