পাবনায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
পাবনার সুজানগরে নিখোঁজের একদিন পর গতকাল বৃহস্পতিবার রাতে এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাকিল শেখ সুজানগর উপজেলার মানিকহাট গ্রামের আবদুল মান্নান শেখের ছেলে। সে মানিকহাট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান পরিবারের বরাত দিয়ে জানান, গত বুধবার বিকেল থেকে শাকিল নিখোঁজ হয়। তার পরিবারের লোকজন অনেক খোঁজ করেও তাকে পায়নি। পরে বৃহস্পতিবার একই উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসানপুর গ্রামের মুজিব বাঁধের পাশের ক্যানেলে এক কিশোরের মৃতদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ রাত সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, পারিবারিক কোনো বিরোধের জের ধরে দুর্বৃত্তরা শাকিলকে শ্বাসরোধে হত্যার পর লাশ ওই ক্যানেলে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শাকিলের বাবা মান্নান শেখ মামলা করেছেন।