সাংবাদিক হত্যার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ
দৈনিক সমকালের চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা প্রতিনিধি আবু সায়েমকে হত্যার প্রতিবাদে তীব্র প্রতিবাদ জানিয়েছে পাবনা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন।
আজ শুক্রবার দেওয়া বিবৃতিতে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা। অবিলম্বে এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন তাঁরা।
প্রবীণ সাংবাদিক ও কলাম লেখক রণেশ মৈত্র, প্রবীণ সাংবাদিক ও ভাষাসৈনিক এম আনোয়ারুল হক, পাবনা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আহমেদ উল হক রানা, সহসভাপতি মুরশাদ সুবহানী ও মোস্তফা সতেজ, সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাবেক সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক জোড়বাংলা ও বিটিভি প্রতিনিধি আব্দুল মতীন খান, সাবেক সাধারণ সম্পাদক এ বি এম ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরোপ্রধান উৎপল মির্জা, সাবেক সহসভাপতি, দৈনিক যুগান্তর ও চ্যানেল আই প্রতিনিধি আখতারুজ্জামান আখতার, দৈনিক ইছামতির বার্তা সম্পাদক, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার ও পাবনা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন, অর্থ সম্পাদক ও দৈনিক নতুন বিশ্ববার্তা সম্পাদক প্রফেসর শহিদুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সৈকত আফরোজ আসাদ, কল্যাণ সম্পাদক তপু আহমেদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, দৈনিক সিনসা সম্পাদক অধ্যাপক এস এম মাহবুব আলম, দৈনিক খবর বাংলা সম্পাদক ডা. আবদুস সালাম, দৈনিক পাবনার খবরের প্রকাশক মোফাজ্জল হোসেন, দৈনিক এ যুগের দ্বীপ সম্পাদক সরকার আরিফুর রহমান, দৈনিক পাবনার খবরের সম্পাদক এম জি বিপ্লব চৌধুরী, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, দৈনিক পাবনা প্রতিদিনের নির্বাহী সম্পাদক রিজভী রাইসুল জয়, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আশরাফ উজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহন আজ পৃথক বিবৃতিতে আবু সায়েমের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও অবিলম্বে দোষীদের গ্রেপ্তার দাবি করেছেন।