সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় পাবনার শালগাড়িয়া
সামান্য বৃষ্টি এলেই তলিয়ে যায় পাবনা শহরের প্রাণকেন্দ্র শালগাড়িয়া। ভারি বর্ষণে এলাকার রাস্তাঘাট, খেলার মাঠ, পানিতে তলিয়ে গেছে। নেই পানি অপসারণের যথাযথ ব্যবস্থা। শুধু রাস্তাঘাট নয়, পানি ঢুকেছে বাড়িতে, নষ্ট হচ্ছে আসবাবপত্র। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের অবহেলায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার কারণে শালগাড়িয়ার খেলার মাঠটি দেখে মনে হবে এটি একটি জলাশয় বা দীঘি। বৃষ্টিতে মাঠ তলিয়ে যাওয়ায় সেখানে দুরন্ত ছেলেরা মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়ে।
শালগাড়িয়ার বাসিন্দা রাসেল, মুকুল, কবিতা বলেন, শালগাড়িয়ার প্রায় প্রতিটি বাড়ির পৌর কর পরিশোধ রয়েছে। নিয়মিত পৌর কর পরিশোধ করার পরেও তারা পৌর নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। রাস্তার ইট তুলে বালু দিয়ে উঁচু করে দিলেই মানুষ চলাচল করতে পারে। এলাকার নর্দমা ব্যবস্থা ভালো না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট, খেলার মাঠ বৃষ্টির পানিতে তলিয়ে যায়। নিয়মিত ডাস্টবিনের ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
নাক-মুখ চেপে চলাচল করতে হয়। বৃষ্টির পানিতে ডাস্টবিনের ময়লা-আবর্জনা রাস্তায় ভাসতে থাকে। প্রায়ই রাতে শালগাড়িয়া পৌর সড়কবাতি জ্বলে না। বর্ষায় রাতে চলতে নানা সমস্যার সৃষ্টি হয়।
এ ব্যাপারে পৌরসভার শালগাড়িয়া এলাকার কাউন্সিলর মো. রবিন বলেন, ‘শালগাড়িয়া বিশাল এলাকা। তা ছাড়া এখানকার বেশ কিছু এলাকা নিচু হওয়ায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমরা পানিনিষ্কাশনে স্থায়ী ব্যবস্থা নিতে উচ্চপর্যায়ে জানিয়েছি।’