পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, আটক ২
পাবনার আতাইকুলা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধের’ পর গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, আটক আলম (৪২) একটি সংঘবদ্ধ দলের নেতৃত্ব দেন আর সাইদুল (৪০) তাঁর সহযোগী। আলম সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের স্বরগ্রামের বাসিন্দা আর সাইদুল একই উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা।
এ সময় আতাইকুলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই ) শাহাজুল ও কনস্টেবল জালাল আহত হন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম এনটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একদল সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় গোপন বৈঠক করছে। পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীরা পিছু হঠলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আলম ও তার সহযোগী সাইদুলকে আটক করা হয়। গুলিবিদ্ধদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।