পদ্মায় আ. লীগ নেতার গুলিবিদ্ধ লাশ
নিখোঁজের দুই দিন পর পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদী থেকে আওয়ামী লীগের এক নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে সুজানগরের গতনপুর পদ্মা নদী থেকে আওয়ামী লীগ নেতা আবু বকরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আবু বকর উপজেলার মানিকহাট ইউনিয়নের বিলক্ষেতুপাড়ার আজাহার আলীর ছেলে। তিনি মানিকহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, আবু বকরসহ চার-পাঁচজন যুবক গত শনিবার সন্ধ্যায় পদ্মা নদীর রাইপুর খেয়াঘাট থেকে নৌকায় করে পাংশার হাবাসপুরে যাচ্ছিলেন। নৌকা নদীর মধ্যে পৌঁছালে চার-পাঁচজনের একটি সন্ত্রাসী দল আরেকটি নৌকা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা আবু বকরকে গুলি করলে তিনি নদীতে পড়ে যান। এ সময় নৌকায় থাকা অন্যরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে তীরে চলে আসেন।
ওসি আরো জানান, গতকাল রোববার রাতে এলাকাবাসী আবু বকরের গুলিবিদ্ধ লাশ ওই স্থানে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। হত্যার প্রকৃত কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন আবু বকরকে হত্যা করেছে।