পাট কাটা নিয়ে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
পাবনার সুজানগরের সোলাকুরা গ্রামে একটি জমিতে পাট কাটাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এর মধ্যে ১৮ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় মানিকহাট ইউনিয়নের সোলাকুরা গ্রামে সাহেব আলী গ্রুপ ও রেন্টু গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাহেব আলী গ্রুপের লোকজন ওই গ্রামের একটি জমিতে পাট কাটতে গেলে বাধা দেয় রেন্টু গ্রুপের লোকজন। একপর্যায়ে উভয় পক্ষই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ২০ জন। পরে আহত ১৮ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাবিবুর রহমান আরো জানান, উভয় গ্রুপই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং আধিপত্য নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।