পাবনায় ৩৯৫ বোতল ফেনসিডিল জব্দ
পাবনার আতাইকুলা ইউনিয়নে রঘুনাথপুর গ্রামের এক বাড়িতে আজ বুধবার তল্লাশি চালিয়ে ৩৯৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। পুলিশ বলছে, অভিযানের আগেই বাড়ির মালিক টেনু বিশ্বাস পালিয়ে গেছে।
টেনু বিশ্বাস আতাইকুলা থানা আওয়ামী লীগের সভাপতি ও আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোরবান আলী বিশ্বাসের ভাতিজা। টেনু এলাকায় মাদক সম্রাট নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম জানান, আজ দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানার একদল পুলিশ রঘুনাথপুর গ্রামে মাদক সম্রাট টেনু বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে ৩৯৫ বোতল ফেনসিডিল জব্দ করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে টেনু ও তাঁর সহযোগীরা পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
ওসি আরো জানান, টেনুর নামে আরো দুটি মাদকের মামলার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জোর প্রচেষ্টা চলছে।